দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ক্যাম্পাসে মঙ্গলবার সকাল থেকেই এক অচেনা দৃশ্য। নিরাপত্তার দায়িত্বে (Security) এবার প্রাক্তন জওয়ানরা। দু’জন সুপারভাইজার এবং মোট ৩০ জন প্রাক্তন জওয়ান (ex-army personnel)—সরকারি নিয়োগপত্র হাতে নিয়ে এদিন থেকেই তাঁরা দায়িত্ব নিয়েছেন যাদবপুরের নিরাপত্তার।
দেশের কোনও বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন সেনাদের টহলের ঘটনা এত দিন নজিরবিহীনই ছিল। যাদবপুর সেই ব্যতিক্রম তৈরি করল। কেন এই ব্যতিক্রম? প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে গত কয়েক বছরের একের পর এক কাণ্ডে।
#REL