অন্বেষা বিশ্বাস
যত বেশি ভালবাসা, তত বেশি হারানোর ভয়...
এই কথাটা তো বেশ চেনা। কিন্তু প্রতি মুহূর্তে কেন হারিয়ে ফেলার চিন্তায় ঘুম উড়ে যায়, এটা ভেবে দেখেছেন? আসলে ভালবাসার সম্পর্কে একটু অনিশ্চয়তা যেন সবারই নিত্যসঙ্গী। কখনও মনে হয়, সঙ্গী কি আগের মতোই ভালবাসে? এখনও কি সেই পুরনো যত্নটা আছে? নাকি কোথাও কোনও দূরত্ব তৈরি হচ্ছে? আর সম্পর্কের দুনিয়ায় সবচেয়ে বড় দুশ্চিন্তা, “যদি সে পাল্টে যায়! আর আগের মতো আমাকে না বোঝে?” আর আরও বড় চিন্তা 'যদি সে ঠকায়?' এই প্রশ্নগুলির উত্তর খুঁজতে গিয়েই অনেকে এখন 'লাভ টেস্ট'-এ বিশ্বাস করছেন।