দ্য ওয়াল ব্যুরো: ভারত-রাশিয়ার (India-Russia) দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক আরও একধাপ এগোল। পুতিনের ভারত সফরের (Putin's India Tour) আগে রাশিয়ার সংসদের নিম্নকক্ষ, স্টেট দুমা (State Duma)- ভারতের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তিতে অনুমোদন দিল।
রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট (RELOS)- এই চুক্তি মূলত দুই দেশের সেনাবাহিনী, যুদ্ধজাহাজ ও সামরিক বিমানের পারস্পরিক ব্যবহার এবং লজিস্টিক সহায়তা নিয়ে একটি বড় কাঠামো তৈরি করবে।