দ্য ওয়াল ব্যুরো: ভারতের রিজার্ভ ব্যাঙ্কের (RBI) চলতি অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকের মুদ্রানীতি কমিটির (MPC) তিন দিনের বৈঠক বুধবার, থেকে শুরু হয়েছে। শুক্রবার নীতি-ঘোষণার দিন রেপো রেট (Repo rate) কমানো হবে কি না—এই প্রশ্নের উপরই এখন বাজার, বিনিয়োগকারী ও অর্থনীতিবিদদের নজর রয়েছে। কারণ, রেপো রেট কমলেই গাড়ি, বাড়ি, ব্যক্তিগত ঋণে সুদের হার কমতে পারে। আবার তখন আমানতের উপর সুদের হারও কমে যেতে পারে।
রেপো রেট কাকে বলে? ( what is Repo rate – RBI)