দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড (Shukri Conrad)। ইতিমধ্যেই ভারতে তিনি খুব একটা জনপ্রিয়তা পাননি। তাঁর একটি মন্তব্যের জেরে ভারতের দুই সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা-র (Rohit Sharma) আচরণে সেই অসন্তোষ প্রকাশ পেয়েছে।
গত রাঁচিতে ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম ওডিআই (ODI) শেষে বিরাট কোহলি কনরাডের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেন বলে অভিযোগ ওঠে। সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়েছিল। ভক্তদের দাবি ছিল, গুয়াহাটি টেস্টে কনরাডের বিতর্কিত 'গ্রোভেল' (Grovel) মন্তব্যের কারণেই কোহলি এমনটা করেছেন।