দ্য ওয়াল ব্যুরো: বিগত আট বছর ধরে চুটিয়ে প্রেম করছেন, অথচ সম্পর্কের কথা কখনওই স্বীকার করেননি দক্ষিণী তারকা জুটি রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) এবং বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda)। পাপারাজ্জিরা বহুবার তাঁদের একসঙ্গে ধরেছে, কখনও 'ডেট' করার সময়, আবার কখনও একই গন্তব্যের ছবি সোশ্যাল মিডিয়ায় (Social Media) আলাদা ফ্রেমে।
সম্প্রতি গুঞ্জন উঠেছে, এই তারকাযুগল নাকি গোপনে আড়াই লাখ টাকার হীরের আংটিতে বাগদান (Engagement) সেরে ফেলেছেন। রশ্মিকার হাতে সেই উজ্জ্বল আংটির উপস্থিতি নজরও কেড়েছে।
#REL