দ্য ওয়াল ব্যুরো: শীত শুরুর মুখে সাধারণ মানুষকে নতুন ধাক্কা। রেশনের কেরোসিনের দাম ( Price of Kerosene in rations has suddenly increased) ডিসেম্বর মাসে এক লাফে ৪ টাকা বাড়িয়ে দিল কেন্দ্র। গত তিন মাসে মোট ৬ টাকা বৃদ্ধি হয়েছে এই জ্বালানির দামে।
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি প্রতি মাসে যে ইস্যু প্রাইস ঠিক করে, তার ওপর ভিত্তি করেই রাজ্যের খাদ্যদফতর রেশনের কেরোসিনের দাম নির্ধারণ করে। ডিলার সংগঠনের হিসাব অনুযায়ী, এ মাস থেকে কলকাতায় প্রতি লিটার কেরোসিনের দাম হবে প্রায় ৬৭ টাকা। আর পরিবহণ খরচ বাড়তি হওয়ায় জেলাগুলিতে দাম ৭০ টাকার কাছাকাছি পৌঁছে যাবে।
#REL