দ্য ওয়াল ব্যুরো: সবকিছু ঠিক থাকলে অসুস্থ খালেদা জিয়াকে শুক্রবার ভোরে বিমানে লন্ডনে নিয়ে যাওয়া হবে। বৃহস্পতিবার একটু আগে ঢাকায় তাঁর ব্যক্তিগত চিকিৎসক সাংবাদিকদের এই খবর দিয়েছেন। প্রতি বছরের গোড়ায় খালেদা প্রায় তিন মাস লন্ডনের চিকিৎসাধীন ছিলেন। শ্বাসকষ্টের গুরুতর সমস্যা নিয়ে গত ২৫ নভেম্বর থেকে তুমি ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
দুদিন আগেও হাসপাতালের মেডিকেল বোর্ড জানিয়েছিল বিদেশে নিয়ে যাওয়ার মতো শারীরিক অবস্থা খালেদা জিয়ার নেই। শারীরিক পরিস্থিতি অত্যন্ত গুরুতর।
#REL