দ্য ওয়াল ব্যুরো: আগামী রবিবার, ৭ ডিসেম্বর ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশনের (WBJS) জন্য মেট্রো পরিষেবায় (Kolkata Metro Service) বদল। বহু পরীক্ষার্থী বাড়ি থেকে বের হবেন ভোরেই। তাঁদের সুবিধার কথা ভেবেই কলকাতা মেট্রো (Kolkata Metro service on Sunday) এই সিদ্ধান্ত নিয়েছে। ব্লু লাইন ও গ্রিন লাইনে সেদিন স্বাভাবিক সময়ের আগেই মেট্রো চলবে।
ব্লু লাইন: দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুট