দ্য ওয়াল ব্যুরো: আগামী ৯ ডিসেম্বর কোচবিহারে সভা করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর ওই সভা বয়কট (boycott Chief Minister's meeting in Cooch Behar) করার জন্য এবার রাজবংশী সম্প্রদায়ের মানুষজনের (Rajbangshis) উদ্দেশে গোপন ডেরা থেকে ভিডিও বার্তা পাঠালেন কেএলও নেতা জীবন সিং (KLO leader Jiban Singh।
ভিডিও বার্তায় জীবনের অভিযোগ, “মমতা বন্দ্যোপাধ্যায় পৃথক কামতাপুর রাজ্যের বিরোধিতা করেন। তাই রাজবংশী সম্প্রদায়ের কেউ তাঁর সভায় যাবেন না।”