দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) কেলেঙ্কারির মূল অভিযুক্ত নীরব মোদীর (Nirav Modi) জামিন আবেদন ফের খারিজ করেছে ব্রিটিশ হাইকোর্ট। ২০১৯ সাল থেকে এটি ছিল তাঁর ১০ নম্বর জামিনের আবেদন। বিচারক মাইকেল ফোর্ডহ্যাম সেই আবেদন খারিজ করে বলেছেন, 'আবেদনকারীর জামিন দিলে তার পালিয়ে যাওয়ার আশঙ্কা প্রবল।'
তিনি আরও বলেন, 'ইংল্যান্ড ও ওয়েলসের আদালত ইতিমধ্যেই দু’বার মত প্রকাশ করেছে যে ীরব মোদীর বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ-ভিত্তিক অভিযোগ (prima facie case) রয়েছে।'