দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার চোখ রাঙানিকে তোয়াক্কা করলেন না পুতিন-মোদী। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক শেষে রুশ প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দিলেন, ভারতের জ্বালানি (fuel supply) চাহিদা মেটাতে মস্কো ভবিষ্যতেও “অবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ” (uninterrupted shipments) বজায় রাখবে।
পুতিন বলেন, “রাশিয়া ভারতের জন্য নির্ভরযোগ্য তেল, গ্যাস, কয়লা এবং প্রয়োজনীয় সব ধরনের জ্বালানি সরবরাহকারী (reliable supplier)। এদেশের দ্রুতগতিতে বাড়তে থাকা অর্থনীতির জন্য আমরা নিরবচ্ছিন্নভাবে জ্বালানি পাঠাতে প্রস্তুত।”
#REL