দ্য ওয়াল ব্যুরো: প্রথম ফাউন্ডেশন থেকে আই-লাইনার, কমপ্যাক্ট পাউডার থেকে কাজল, ভারতীয় মহিলাদের ঘরে ঘরে ল্যাকমেকে (Lakme Brand) পৌঁছে দিয়েছিলেন সিমোন টাটা (Simone Tata)। ৯৫ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন কিংবদন্তি এই শিল্পপতি। শুক্রবার কনসুলেট জেনারেল অফ সুইজারল্যান্ড ইন মুম্বই (Consulate General of Switzerland in Mumbai) তাঁর মৃত্যুর খবর জানিয়ে শোকপ্রকাশ করে।
সংস্থার তরফে এক্স-এ লেখা হয়, “সিমোন টাটার প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর সাফল্য, সৌন্দর্যবোধ এবং কাজ বহু প্রজন্মকে পথ দেখাবে। আত্মার শান্তি কামনা করি।”
#REL