দ্য ওয়াল ব্যুরো: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin – dinner menu) সম্মানে শুক্রবার রাতে রাষ্ট্ৰপতি ভবনে অনুষ্ঠিত হল এক বিশেষ ভোজসভা। এ ধরনের নৈশভোজ সাধারণত রাষ্ট্রপতি ভবনই আয়োজন করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত ওই নৈশভোজে পরিবেশিত হল ভারতীয় ঐতিহ্য, ঋতুভিত্তিক খাবার ও শাস্ত্রীয় সঙ্গীতের এক অনন্য মেলবন্ধন। সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া অনুষ্ঠানে ভারত-রাশিয়া কূটনৈতিক সম্পর্কের সৌহার্দ্য ও সাংস্কৃতিক বন্ধনের ছাপ ছিল স্পষ্ট।
ঋতুভিত্তিক ভারতীয় ‘থালি’- মুরুঙ্গেলাই চারু থেকে কালে চানে কে শিকমপুরি