দ্য ওয়াল ব্যুরো: কাঠমান্ডু থেকে দিল্লি উড়ানের সময় হিমালয়ের (Himalaya) মাথা ছুঁয়ে উড়ে যায় বিমান। তখন নাকি মাঝেমধ্যেই এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ে পাইলটদের (Pilot)। এক নয়, দুই নয়… আকাশে একসঙ্গে তিনটে সূর্য (why pilots see three suns Himalayas)!
শুনে মনে হতে পারে, “এ আবার কোন মার্ভেল মুভির সিন?” নাকি ইল্যুশন (illusion)? কিন্তু বিষয়টি মোটেও ককপিটের আয়নায় (cockpit mirror) প্রতিফলন বা চোখের ভুল এমনকী ইল্যুশন নয়। এটি এক বিরল এবং চমৎকার ঘটনা, নাম - সানডগ (Sundog)। বৈজ্ঞানিক ভাষায় একে বলে পারহেলিওন (Parhelion)।
#REL
সানডগ আসলে কী? যা বলছে বিজ্ঞান