দ্য ওয়াল ব্যুরো: টেলিভিশন অভিনেত্রী সারা খান (Sara Khan) অবশেষে তাঁর দীর্ঘদিনের প্রেমিক কৃষ পাঠককে (Krish Pathak) বিয়ে করলেন। এর আগে আইনি বিয়ে করলেও, এবার তাঁরা হিন্দু রীতিতে সাতপাক ঘুরে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। কৃষ পাঠক হলেন 'রামায়ণ' ধারাবাহিকে লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করা সুনীল লহরীর পুত্র। সেই হিসেবে সারা খান হলেন পর্দার 'লক্ষ্মণ'-এর পুত্রবধূ।
শুক্রবার, ৫ ডিসেম্বর, মুম্বইয়ে হাতে গোনা কিছু বন্ধু ও আত্মীয়দের উপস্থিতিতে এই বিয়ের অনুষ্ঠান হয়। গায়ে হলুদ থেকে শুরু করে মালাবদল, সিঁদুরদান সব হিন্দু আচার মেনেই বিয়ে করেন তাঁরা।
#REL