দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যার বাবরি মসজিদকে কেন্দ্র করে দেশজুড়ে বছরের পর বছর বিতর্ক চললেও, খুব কম মানুষই জানেন যে ভারতের (India News) ‘প্রথম’ বাবরি মসজিদটি (Babri Masjid) এখনও অটুটভাবে দাঁড়িয়ে আছে হরিয়ানার পানিপথে। ইতিহাসে যার সরকারি নাম কাবুলি বাগ মসজিদ (Kabuli Bagh Mosques), কিন্তু সম্রাট বাবরের (Babar) নির্মিত হওয়ায় স্থানীয় মানুষ বাবরি মসজিদ বলেই চেনে।
পানিপথের প্রথম যুদ্ধ: যে বিজয়ের স্মারক এই মসজিদ