দ্য ওয়াল ব্যুরো: গোপনে কি কোনো সংখ্যা আপনার জীবনকে নিয়ন্ত্রণ করছে? সংখ্যাতত্ত্বের জগতে ‘মাস্টার সংখ্যা’ নিয়ে আজ যতটা কৌতূহল, অতীতে কখনও ছিল না। বিশেষ করে ১১, ২২ ও ৩৩—এই তিনটি সংখ্যা নাকি অন্য সব সংখ্যার তুলনায় অনেক বেশি শক্তিশালী। কেউ বলেন আশীর্বাদ, কেউ বলেন এগুলো জীবনে টেনে আনে কঠিন পরীক্ষার ধাপ। আপনার জন্মতারিখেও কি লুকিয়ে আছে এমন কোনো সংখ্যা, যা আপনাকে দিতে পারে বিরল প্রতিভা কিংবা চরম চ্যালেঞ্জ?
মাস্টার সংখ্যা কী?