দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশ বিধানসভার (Madhya Pradesh) শীতকালীন অধিবেশন শেষ হল এমন এক দৃশ্যের মধ্যে দিয়ে, যা সহজেই রাজনৈতিক কৌতুকের খাতায় ঠাঁই পেতে পারে। নির্ধারিত তারিখ পর্যন্ত চলার কথা থাকলেও শেষ দিনের প্রশ্নোত্তর পর্ব কার্যত ভেস্তে গেল একটাই কারণে— বিয়ের মরসুম (Wedding Season)।
শেষ দিনে প্রশ্নোত্তর পর্বের জন্য প্রস্তুত ছিলেন মন্ত্রীরা, হাতে ছিল উত্তর। কিন্তু যাঁরা প্রশ্ন করেছিলেন, সেই ১৪ জন বিধায়কই অধিবেশনে হাজির হলেন না। অনুপস্থিতদের তালিকায় বিজেপি (BJP), কংগ্রেস (Congress) থেকে শুরু করে ভারত আদিবাসী পার্টির একমাত্র বিধায়কও।
#REL