দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিনে বিশ্বজুড়ে একাধিক স্থানে ভূমিকম্পের (earthquake) ঘটনা ভূ-তত্ত্ববিদদের কপালে ভাঁজ ফেলেছে। একদিকে উত্তর আমেরিকার আলাস্কা-কানাডা (Alaska earthquake) অঞ্চলে অনুভূত হয়েছে জোরালো কম্পন। শনিবার গভীর রাতে আলাস্কা সংলগ্ন অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার কম্পন পার্শ্ববর্তী কানাডার কিছু অংশেও অনুভূত হয়।
মার্কিন জিওলজিক্যাল সার্ভের (USGS) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.০। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ইয়াকুতাত থেকে প্রায় ৯৬ কিলোমিটার উত্তর-পূর্বে। বিশেষত জুনো এবং কানাডার সীমান্তবর্তী অঞ্চলগুলিতে কম্পন বেশ জোরালো ছিল।