দ্য ওয়াল ব্যুরো: ৪৮ দলের নতুন ফরম্যাটে ফিফা বিশ্বকাপ ২০২৬ (FIFA World Cup 2026) আরও বর্ণোজ্জ্বল, আরও বিস্তৃত। তা সত্ত্বেও ড্রয়ের পর প্রথম দিন থেকেই আলোচনা ঘুরপাক খাচ্ছে এক জায়গায়—কোনটা এবারের ‘গ্রুপ অফ ডেথ’? আন্তর্জাতিক বিশ্লেষকরা প্রায় একযোগে ইশারা করছেন দু’টি গ্রুপের দিকে—গ্রুপ আই (Group I) এবং গ্রুপ এল (Group L)। যেখানে রয়েছে অভিজ্ঞতা, আগ্রাসন, গতি, ট্যাকটিক্যাল বৈচিত্র এবং সবচেয়ে বড় কথা, এমন চার দল, যারা কাউকে সহজে ছেড়ে কথা বলবে না!
গ্রুপ আই: