দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার (SIR) কাজের চাপে আরও এক বিএলও-র মৃত্যুর অভিযোগ। উত্তরপ্রদেশের নেহরু নগরে তাঁর বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে (Uttar Pradesh BLO Death)। কী কারণে মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে।
মোদী সায়েন্স অ্যান্ড কমার্স ইন্টার কলেজের শিক্ষক ছিলেন লাল মোহন সিং (Lal Mohan Singh Death)। শহিদাবাদ বিধানসভা কেন্দ্রে বিএলও (UP BLO) হিসেবে কাজ করছিলেন তিনি। জানা গেছে, শনিবার নিজের বাড়িতেই ব্রেন হ্যামারেজে মৃত্যু হয়েছে তাঁর। তবে পরিবারের অভিযোগ, এসআইআর-এর কাজের অত্যধিক চাপেই মৃত্যু হয়েছে তাঁর।
#REL