দ্য ওয়াল ব্যুরো: হিমাচল প্রদেশের কিন্নৌর জেলার হাংরাং উপত্যকার এক প্রত্যন্ত গ্রামে প্রতিদিনের মতো সকালে কাজ শুরু করেছিলেন অমর চাঁদ। কাজ বলতে তাঁর এক একরের মতো জমিতে রোজ সকালের মতোই কড়াইশুঁটি ও আপেল বাগানের দেখভাল করছিলেন। সেই সময় মোবাইলে আসা একটি ভিডিও ক্লিপ দেখে তাঁর সারা জীবনের সোমবার যেন সার্থক হয়ে উঠল।