দ্য ওয়াল ব্যুরো: টানা বর্ষণ। আর তার জেরে ধসে পড়ল একটি পাঁচতলা বহুতল (5 Storey Building)। হিমাচল প্রদেশের শিমলার (Himachal Pradesh, Shimla) ভাট্টাকুফার এলাকায় ঘটেছে এই ঘটনা। বাড়ি ভেঙে পড়ার ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও।
এই ঘটনায় প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, আগেই বিপজ্জনক চিহ্নিত করে ভবনটি খালি করে দেওয়া হয়েছিল। ফলে কোনও হতাহতের খবর নেই। কিন্তু রাজ্যে বিগত কিছুদিন ধরে আবহাওয়ার যে পরিস্থিতি তাতে একাধিক মানুষের মৃত্যু হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হিমাচলে ৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মোট মৃতের সংখ্যা ২০।