দ্য ওয়াল ব্যুরো: মেঝের ওপর রাশি রাশি টাকা, ১০০ থেকে ৫০০ টাকার নোট, রয়েছে খুচরোও। যাঁর যেমন সাধ্য, তেমন অনুদান জমা পড়েছে। কারণ তৈরি হবে মসজিদ।
ভিত্তিপ্রস্তর হয়েছে, এবার 'বাবরি' মসজিদ তৈরির জন্য মুক্তহস্তে দান করেছেন মানুষ। যে জায়গায় মসজিদ তৈরি হবে, সেই জায়গায় বক্স রাখা হয়েছিল। তাতেই জমা পড়েছে টাকা। আনা হয়েছে ১১টি টাকা ভর্তি ট্রাঙ্ক।
#REL
টাকার সংখ্যাটা ঠিক কত, জানতে ক্যামেরার সামনে ৩০ জনের তত্ত্বাবধানে চলছে টাকা গোনা। আনা হয়েছে টাকা গোনার মেশিন। শুধু কিউআর কোড স্ক্যান করেই জমা পড়েছে ৯৩ লক্ষ টাকা, জানিয়েছেন হুমায়ুন নিজে।