দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন বলিউডের পরিচালক বিক্রম ভাট এবং তাঁর স্ত্রী শ্বেতাম্বরী ভাট (Vikram Bhatt and his wife arrested)। উদয়পুরের ইন্দিরা গ্রুপ অফ কোম্পানিজের মালিক ডাঃ অজয় মুরদিয়ার অভিযোগের ভিত্তিতে ৩০ কোটি টাকার প্রতারণার মামলায় এই গ্রেফতারি বলে জানা গেছে।
ধৃত পরিচালক (Filmmaker Vikram Bhatt arrested) ও তাঁর স্ত্রীকে হেফাজতে নিয়েছে রাজস্থান পুলিশ। তাঁদের ট্রানজিট রিমান্ডে উদয়পুরে নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যেই দম্পতির মেডিক্যাল টেস্ট করা হয়েছে বলে খবর।