দ্য ওয়াল ব্যুরো: কুমোরটুলির খ্যাতি বিশ্বজোড়া। আমেরিকা থেকে ব্রিটেন, মস্কো থেকে অস্ট্রেলিয়া, কোথায় যায় না এখানকার শিল্পীদের গড়া মূর্তি। বিদেশের সমস্ত পুজো তো এদের কাজেই ভর করে। খ্যাতি যে বিরাট, এবার তা ফের প্রমাণ হল। অসমে বসবে সদ্য প্রয়াত শিল্পী জুবিন গর্গের মূর্তি। বায়না পেলেন কুমোরটুলির শিল্পীরা।
মূলত ফাইবারের মূর্তি বসানো হবে। কাজের বহর দেখে শিল্পীরা জানাচ্ছেন, এই মরশুমে এমন অর্ডার অভূতপূর্ভ।
#REL