দ্য ওয়াল ব্যুরো: নাম এক, পরিচয় আলাদা! আর সেই মিলই বিপাকে ফেলেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে (Humayun Kabir, Debra MLA)। গত দু’দিন ধরে যেন এক অদৃশ্য ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি।
বিধায়কের কথায়, মোবাইল ফোন হাতছাড়া করা দায়। অচেনা নম্বরের বন্যা। আর ওপাশ থেকে প্রায় একই অনুরোধ, “কিউআর কোডটা পাঠাবেন? মসজিদের জন্য অনুদান দিতে চাই।”
ফলস্বরূপ, কপালে হাত দিতে বাধ্য হচ্ছেন ডেবরার বিধায়ক। কারণ, তিনি সেই হুমায়ুন নন!
#REL