দ্য ওয়াল ব্যুরো: ইলন মাস্কের (Elon Musk) স্পেসএক্স-এর স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিঙ্ক (Star Link) অবশেষে ভারতীয় বাজারে (Star Link Indian Market) আনুষ্ঠানিক প্রবেশ করল। বহু মাস ধরে নিয়মকানুন ও প্রযুক্তিগত প্রস্তুতি নেওয়ার পর সংস্থাটি ঘরোয়া পরিষেবার দাম ঘোষণা করেছে। তবে প্রশ্ন উঠছে— সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীর জন্য এর মানে ঠিক কী?
কত দাম, কারা পাবেন পরিষেবা?