দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর গত শনিবার মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস করেন (Humayun Kabir Babri Masjid)। তারপর থেকেই মসজিদ নির্মাণের জন্য দিক দিক থেকে আসতে শুরু করে অনুদান (Babri Masjid Donation)। হুমায়ুনের বাড়িতেই শুরু হয় টাকা গোনার কাজ। সোমবার রাত পর্যন্ত সেই অঙ্ক ছাড়াল ৩ কোটির ঘর। গোনা এখনও চলছেই।
বাবরি মসজিদের অনুদানের জন্য ১১টি বাক্স বসিয়েছিলেন হুমায়ুন কবীর (Humayun Kabir Babri Masjid)। অল্প সময়ের মধ্যেই সবকটি ভরে গেছে। এছাড়া অনলাইনেও দূর-দুরান্ত থেকে অনুদানের টাকা আসছে। নিয়ে আসা হয়েছে টাকা গোনার বিশেষ যন্ত্র।