দ্য ওয়াল ব্যুরো: থাইল্যান্ড ও কম্বোডিয়ার (Thailand Cambodia border clash) মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে দুই দেশের বহু মানুষ নিহত হয়েছেন। আহত অসংখ্য। মঙ্গলবার সকাল থেকেও দফায় দফায় সংঘর্ষ চলছে। দু'দেশের সেনাই নির্বিচারে গুলি ও গোলা ছুঁড়ছে।
কম্বোডিয়া সরকার জানিয়েছে থাই সেনার আক্রমণে তাদের ১০ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। আহত কুড়ির বেশি। অন্যদিকে থাইল্যান্ড সরকারের দাবি সংঘর্ষে তাদের চারজন নিহত হয়েছেন। তাঁদের একজন সেনা জওয়ান। থাই সরকারও জানিয়েছে, কম্বোডিয়ার হামলায় বহু মানুষ আহত।