দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালির রাজনীতি ফের সরগরম। জেলবন্দি তৃণমূল নেতা শেখ শাহজাহানের ‘ছায়া’ এখনও ঘুরপাক খাচ্ছে নদীঘেরা সরবেড়িয়া অঞ্চলে!
অভিযোগ, কারাগারের চার দেওয়ালের মধ্যে থেকেই নাকি চলছে তাঁর নির্দেশ—আর সেই নির্দেশ মেনে অনুগামীরা হুমকি দিচ্ছেন সাধারণ মানুষকে। অভিযোগের নিশানায় এবার শাহজাহানের ঘনিষ্ঠ মোসলেম শেখ।
#REL