দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে নতুন ঘোষণা। আসছে জি ফাইভে সিরিজ ‘রঙ্কিনী ভবন’। গ্রামীণ বাংলার প্রত্যন্ত এক অন্দরে জমে থাকা অদ্ভুত সব রীতি, অশরীরী আতঙ্ক আর প্রজন্মের পর প্রজন্ম বয়ে আসা অন্ধকার ইতিকথার মাঝখানে দাঁড়িয়ে তৈরি হয়েছে এই মনস্তাত্ত্বিক থ্রিলার।
প্ল্যাটফর্মের প্রকাশিত প্রথম ঝলক—সময়ের গভীরে আটকে থাকা এক বাড়ি, যেখানে মৃত্যু যেন দৈনন্দিনতার সঙ্গে মিশে আছে, আর সেখানেই পা রাখে নববধূ।
অভ্রজিৎ সেন পরিচালিত এই সিরিজের কেন্দ্রে রয়েছে এক তরুণী—বিয়ের পরই যিনি মুখোমুখি হন শ্বশুরবাড়ির বহুদিনের লুকোনো রক্তাক্ত রহস্যের।
#REL