দ্য ওয়াল ব্যুরো: অবশেষে সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেলেন জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো (Aniket Mahato)। তাঁর পোস্টিং মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশেই সিলমোহর দিল শীর্ষ আদালত (Supreme Court)।
স্পষ্ট জানিয়ে দেওয়া হল, রায়গঞ্জ নয়, অনিকেতের কর্মস্থল হবে আরজি কর মেডিক্যাল কলেজই (workplace will be RG Kar Medical College, not Raiganj)। বৃহস্পতিবার বিচারপতি জেকে মহেশ্বরী ও বিচারপতি বিজয় বিশ্নোইয়ের বেঞ্চ জানিয়ে দিয়েছে, হাইকোর্টের আদেশে কোনও হস্তক্ষেপ নয়। দুই সপ্তাহের মধ্যে ওই নির্দেশ কার্যকর করতে হবে রাজ্যকে।
#REL