দ্য ওয়াল ব্যুরো: তেলঙ্গানার (Telangana) সাঙ্গারেড্ডি জেলায় প্রেমিকার পরিবারের ডাকে বিয়ের (Marriage Discussion) কথা বলতেই গিয়েছিলেন দ্বিতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিং ছাত্র জ্যোতি শ্রবণ সাই। অভিযোগ, সেখানেই তাঁকে নির্মমভাবে খুন করল ওই তরুণীর পরিবার (Brutal Attack)। ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে মারা হল (Murder) ২০ বছরের তরুণকে।
বহুদিন ধরেই সম্পর্কের বিরুদ্ধে ছিল তরুণীর পরিবার। কিন্তু হঠাৎই বিয়ের কথা বলতে ডেকে পাঠান তাঁরা। শুনে খুশিই হন শ্রবণ। পৌঁছে যান দ্রুত। কিন্তু সবটাই যে সাজানো ছিল, বুঝতে পারেননি।
#REL