দ্য ওয়াল ব্যুরো: আজ, ১১ ডিসেম্বর, বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা এবং ক্রিকেটার বিরাট কোহলি তাঁদের বিবাহিত জীবনের আট বছর পূর্ণ করলেন। এই বিশেষ দিনে ইন্টারনেট ব্যক্তিত্ব ফ্রেডি বার্ডি তাঁদের ডেটিং-এর গোপন সময়ের একটি মজার স্মৃতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, যা দ্রুত ভাইরাল হয়েছে।
ফ্রেডি বার্ডি তাঁর ইনস্টাগ্রামে অনুষ্কা শর্মার সঙ্গে তাঁর একটি পুরনো সাক্ষাৎকারের স্মৃতি মনে করিয়ে দেন। তিনি বলেন, অনুষ্কা অবিশ্বাস্য সুন্দরী, অথচ খুবই সাদাসিধে ও মাটির মানুষ। কথা বলার সময় তিনি মজার, সহজ এবং দারুণ আকর্ষণীয় ছিলেন।
#REL