দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে (India vs South Africa T20) হতাশাজনক হার সূর্যদের। ভারতকে ৫১ রানে পরাজিত করে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা (South Africa beat India)। একদিনের বিশ্বকাপের ঠিক আগে দেশের মাটিতেই ধারাবাহিক ব্যর্থতা যে ভারতকে চাপে ফেলছে, তা আরও স্পষ্ট হল এই ম্যাচে।
ব্যাটিং–বোলিং, দুই বিভাগেই ব্যর্থ সিনিয়র ক্রিকেটাররা। দলের পারফরম্যান্স দেখে প্রশ্ন উঠছে কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir), অধিনায়ক সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav) এবং সহ-অধিনায়ক শুভমন গিলের (Subhman Gill) সিদ্ধান্ত নিয়েও।