দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার এনুমারেশন পর্ব (Enumeration Form) শেষ হয়ে গিয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী এনুমারেশন পর্ব (Enumeration Form) শেষে বাংলায় খসড়া তালিকা থেকে মোট নাম বাদ যাচ্ছে ৫৮ লক্ষ ১৭ হাজার ৮৫১ (৭.৫৯%) জনের। মোটের ওপর দুই কলকাতা মিলিয়ে সংখ্যাটা দাঁড়াচ্ছে প্রায় ৬ লক্ষে।
দক্ষিণ কলকাতা (South Kolkata )