দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় (Kolkata Messi) পা রাখতেই কার্যত রাষ্ট্রপ্রধানের মতো নিরাপত্তাবলয়ে ঘিরে ফেলা হল লিওনেল মেসিকে (Leo Messi)। নেতাজি সুভাষচন্দ্র (Kolkata Airport) বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই আর্জেন্টাইন মহাতারকাকে ঘিরে ফেলেন পুলিশ ও আধাসেনার সদস্যরা। একাধিক স্তরের নিরাপত্তার মধ্যে দিয়ে টার্মিনাল ছাড়েন মেসি। ক্যামেরার ফ্ল্যাশ, ভক্তদের উন্মাদনা (Messi Fans) আর কড়া নজরদারিতে যেন মুহূর্তেই উৎসবের আবহ।
MESSI IN INDIA 🐐🇮🇳 pic.twitter.com/2WRTU7z42F