দ্য ওয়াল ব্যুরো: খেতে ভালবাসেন, খাওয়াতে ভালবাসেন তিনি। ছোট থেকেই সুস্বাদু, রকমারি পদ খাইয়ে বড় করেছেন মা। রান্নাঘরের প্রথাগত শিক্ষা না থাকলেও জিভের স্বাদেই আজ তিনিও রন্ধন পটিয়সী। কথা হচ্ছে ঐন্দ্রিলা সেনের। জিভের স্বাদ থেকে প্রেমিক অঙ্কুশের মনে জয় করার রহস্য... সব কিছু নিয়ে দ্য ওয়ালে অকপট ঐন্দ্রিলা।
লটে-রহস্য