দ্য ওয়াল ব্যুরো: কেরলের রাজনীতিতে অভূতপূর্ব ঘটনা ঘটে গেল শনিবার। এই প্রথম বার কেরলে পুরভোটে (Kerala election results) বড়সড় সাফল্য পেল বিজেপি (BJP)। প্রথমবারের জন্য তিরুবনন্তপুরম কর্পোরেশন (Thiruvananthapuram Corporation) বামফ্রন্টের হাত থেকে ছিনিয়ে নিল গেরুয়া শিবির। তিরুবনন্তপুরমে ৪৫ বছর ধরে আধিপত্য ছিল বামেদের। সেই দুর্গ ভেঙে দিয়ে নতুন ইতিহাস গড়ল বিজেপি (BJP)।
তিরুবনন্তপুরম কর্পোরেশনে বিজেপির ঐতিহাসিক জয়