দ্য ওয়াল ব্যুরো: পকসো আইনে দোষী সাব্যস্ত হওয়া এক ব্যক্তিকে সাজা না দেওয়ার সিদ্ধান্ত নিল ভারতের সর্বোচ্চ আদালত। বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ সংবিধানের ১৪২ অনুচ্ছেদ মেনে তাঁদের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এই নজিরবিহীন রায় দেন। আদালত জানায়, এই মামলার ব্যতিক্রমী পরিস্থিতিতে ‘সম্পূর্ণ ন্যায়’ প্রতিষ্ঠা করতেই এমন সিদ্ধান্ত।
অভিযুক্তর বয়স যখন ২৪ ছিল তখন ঘটনাটি ঘটে। অভিযুক্তর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত কিশোরী তখন নাবালিকা। পরবর্তীতে ওই তরুণী প্রাপ্তবয়স্ক হন এবং অভিযুক্তর সঙ্গে বিয়ে হয়। বর্তমানে তাঁরা সুখে সংসার করছেন, একটি সন্তানও রয়েছে।