দ্য ওয়াল ব্যুরো: মানুষের সঙ্গে অনেক তো হল, ভারত সফরে এসে এবার হাতি, সিংহ, ম্যাকাও পাখির সঙ্গে মোলাকাতের পালা লিওনেল মেসির (Lionel Messi)। দিল্লির অনুষ্ঠান পর্ব শেষ করে মেসি এবার যাচ্ছেন আম্বানিদের বনতারায় (Messi in Vantara)। সেখানে তাঁকে আপ্যায়ন করবেন বনতারার অভিভাবক অনন্ত আম্বানি। তাঁদের গোটা পরিবারই হয়তো থাকবেন সেখানে।
বনতারা কী কোথায়? (Vantara)