রিয়া দাস, কোচবিহার
পাহাড়ে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। বিপর্যস্ত গোটা উত্তরবঙ্গ ও সিকিম। একের পর এক এলাকায় ধস। মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতেও অন্য ছবি কোচবিহারে। তোর্সা নদীতে ভেসে আসা কাঠের গুড়ি তোলার ধুম কোচবিহার শহরে।
বাসিন্দারা জানাচ্ছেন, তোর্সায় ভেসে আসছে অগুনতি কাঠের গুঁড়ি। এমন দৃশ্য তাঁরা এ যাবতকালের মধ্যে দেখেননি। এত কাঠ একসঙ্গে ভেসে আসতে দেখে বৃষ্টি উপেক্ষা করে নদীর পাড়ে ভিড় জমিয়েছেন এলাকার মানুষ। যার যতটা সাধ্য দড়ি বেঁধে কাঠ তোলার চেষ্টা করছেন। খরস্রোতা নদীও ভয় দেখাতে পারছে না তাঁদের।
#REL