দ্য ওয়াল ব্যুরো: যুবভারতী স্টেডিয়ামে (Messi at Yuva Bharati Stadium) গত শনিবার ঘটে যাওয়া বিশৃঙ্খলার কাণ্ডে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের (Arup Biswas) ইস্তফাপত্র গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)।
নবান্ন সূত্রের খবর, নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে অরূপের ইস্তফাপত্র গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। তবে ক্রীড়া দফতরের দায়িত্ব এখনই কারও হাতে তুলে দেওয়া হচ্ছে না। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রীড়া দফতরের দায়িত্ব নিজের হাতেই রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এই মর্মে একটি লিখিত নোট জারি হয়েছে মুখ্যমন্ত্রীর দফতর থেকে।