দ্য ওয়াল ব্যুরো: সংসদ তথা লোকসভার অধিবেশন কক্ষে বসে তৃণমূলের এক সাংসদ (TMC MP) প্রায়ই ই-সিগারেট (e cigarette) খান তথা ভেপিং করেন বলে সম্প্রতি অভিযোগ করেছিলেন প্রাক্তন মন্ত্রী ও বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর (Anurag Thakur)।
দ্য ওয়ালে সেদিনই লেখা হয়েছিল, যাঁর বিরুদ্ধে সেই অভিযোগ সেই তিনি হলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ (Kirti Azad)। বুধবার কীর্তির সেই কুকীর্তির ভিডিও ফুটেজ ফাঁস করে দিল বিজেপি। দ্য ওয়াল অবশ্য সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি।