দ্য ওয়াল ব্যুরো: দ্য ওয়ালই প্রথম জানিয়েছিল মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত ছবি 'ধূমকেতু'। শুধুই আশা নয়, অবশেষে আসছে সে। সেই খবরেই গত শুক্রবার শিলমোহর দিয়েছেন দেব। জানিয়েছেন, আগামী ১৪ অগস্ট বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি। আরও একবার উস্কে দেবে নস্টালজিয়া। দেব-শুভশ্রী যে সময় এই ছবি শুট করেন সে সময় তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছিল। রুক্মিণীর সঙ্গে তখন দেবের প্রেমের সদ্য শুরু। ইন্ডাস্ট্রির কানাঘুষো, ছবিতে অভিনয় না করলেও এই ছবির সবটা জুড়ে ছিলেন রুক্মিণী। শোনা যায়, শুটিংয়েও নাকি সঙ্গ দিয়েছিলেন দেবকে। যদিও সে সব অতীত। এত বছর পর, অবশেষে 'ধূমকেতু'র আগমন। কেমন লাগছে রুক্মিণীর?