দ্য ওয়াল ব্য়ুরো: টলিপাড়ায় খুশির খবর। বাবা হলেন অভিনেতা নাইজেল আক্কারা। বুধবার সকালে বাইপাস সংলগ্ন এক বেসরকারি নার্সিংহোমে কন্যাসন্তানের জন্ম দিলেন তাঁর স্ত্রী, চিকিৎসক মৌমিতা। এক বেসরকারি সংবাদমাধ্যমকে নাইজেল জানান, মা ও মেয়ে দু’জনেই সুস্থ আছেন।
নাইজেলের গলায় তখন উচ্ছ্বাস স্পষ্ট। বলেন, 'এই মুহূর্তটা ভাষায় বোঝাতে পারব না। খুবই আনন্দিত, খুবই উত্তেজিত। এটা জীবনের একেবারে নতুন অধ্যায়। বাকরুদ্ধ হয়ে যাচ্ছি বারবার।'
#REL