দ্য ওয়াল ব্যুরো: নেপালে (Nepal) চলা গণ-অভ্যুত্থানের (Gen Z Protest) আবহ টেনে ভারতেও একই রকম পরিস্থিতি কামনা করেছেন পশ্চিম মেদিনীপুরের ডেবরা কেন্দ্রের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (TMC MLA Humayun Kabir)। তাঁর ফেসবুক পোস্ট ঘিরে জোর বিতর্ক তৈরি হয়েছে রাজনীতির অন্দর-বাহিরে।
হুমায়ুন কবীর লিখেছেন, “আর কবে? আর কবে? আপনারাও কি আমার মত স্বপ্ন দেখেন?” নেপালের প্রধানমন্ত্রী-সহ একাধিক শীর্ষ নেতা পদত্যাগ ও সেনা হস্তক্ষেপের ঘটনাকে ইঙ্গিত করেই তিনি আরও লেখেন, “কবে যে আমাদের দেশের তানাশাহদের একই হাল হবে! অহিংস পথে দুর্নীতির শিরোমণিদের মুখোশ আর ফাইল খুলে যাবে!”