দ্য ওয়াল ব্যুরো: অশান্ত নেপাল (Nepal)। 'জেন জি' প্রতিবাদের (Gen Z Protest) জেরে দেশজুড়ে ভয়ানক পরিস্থিতি। প্রতিবেশী দেশে কী ঘটছে তার দিকে নজর রয়েছে ভারতের (India)। কিন্তু এ দেশে থাকা নেপালি পড়ুয়াদের (Nepali Students) চিন্তা যাচ্ছে না কিছুতেই। নিজের দেশের পরিস্থিতির কথা ভেবে আতঙ্কে দিন কাটছে তাঁদের।
সাম্প্রতিক পরিস্থিতির জন্য ভারতে পড়াশোনা করা নেপালি ছাত্রছাত্রীরা কেউ বাতিল করেছেন দুর্গাপুজো বা দীপাবলীতে দেশে ফেরার পরিকল্পনা, আবার কেউবা কয়েক ঘণ্টা পর পর ফোন করছেন পরিবারের লোকজনদের, তাঁদের নিরাপত্তার খবর নিতে।